ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

বাল্যবিবাহ প্রতিরোধ-শিশু সুরক্ষা বিষয়ক স্কুল ক্যাম্পেইন

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ২১ মার্চ ২০২৩, ১৭:০১

বাল্যবিবাহ প্রতিরোধ-শিশু সুরক্ষা বিষয়ক স্কুল ক্যাম্পেইন
শিক্ষার্থীদের নিয়ে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিনিধি

দিনাজপুরে বাল্যবিবাহ নিরোধকল্পে জেন্ডার সমতা, শিশু অধিকার ও শিশু সুরক্ষা বিষয়ক স্কুল ক্যাম্পেইন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসন দিনাজপুর ও মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুর জিলা স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধ (সিইএমবি) প্রকল্প বাল্যবিবাহ নিরোধকল্পে জেন্ডার সমতা শিশু অধিকার ও শিশু সুরক্ষা বিষয়ক স্কুল ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. আনিচুর রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্য শেষে শিক্ষার্থীদের সমন্বয়ে বাল্যবিবাহ প্রতিরোধের শপথ বাক্য পাঠ করেন। অনুষ্ঠিত বাল্যবিবাহ নিরোধকল্পের স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠানে জিলা স্কুলের প্রধান শিক্ষক আখতারা পারভিনের সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোর্শেদ আলী খান, আরডিআরএস বাংলাদেশ দিনাজপুর সিইএমবি প্রজেক্টের সমন্বয়কারী ঝরনা বেগম, দিনাজপুর জেলা স্কুলের সিনিয়র শিক্ষক মো. নাজির হোসেন প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত