দেশে আসলেন খালেদা জিয়ার পুত্রবধূ শর্মিলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৩, ১৫:০৯ আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৯:৩৬

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। তিনি লন্ডন থেকে ফিরে মঙ্গলবার রাত ১১টার পর খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজাতে প্রবেশ করেন এবং বুধবার সকালে বের হয়ে যান। এ সময় শর্মিলা রহমানের সঙ্গে শিমু নামে তার এক বান্ধবী ছিলেন। বুধবার বিকেল তিনটার পর আবার শর্মিলা রহমান বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে যান।
|আরো খবর
এদিকে জানা যায়, রোজার ঈদ পর্যন্ত শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে থাকবেন তিনি।
বিএনপির দায়িত্বশীল সূত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে বিএনপির মিডিয়া সেল এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি।
সূত্রমতে, শর্মিলী রহমান জিয়া পরিবারের সদস্য হলেও রাজনীতিতেও তিনি প্রভাব রাখেন। বিশেষ করে দলীয় পদ-পদবী এবং নির্বাচনে মনোনয়নের ব্যাপারে তিনি ভূমিকা রাখেন। এবার এসে তিনি কোন ব্যাপারে কথা বলেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
বাংলাদেশ জার্নাল/এএইচ/এমপি