ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

কোমরে রশি বেঁধে আদালতে তোলা সীমা গ্রুপের পরিচালকের জামিন

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২২ মার্চ ২০২৩, ১৯:৪৯  
আপডেট :
 ২২ মার্চ ২০২৩, ১৯:৫৭

কোমরে রশি বেঁধে আদালতে তোলা সীমা গ্রুপের পরিচালকের জামিন
সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক পারভেজ হোসেন সান্টু। ফাইল ছবি

কোমরে রশি বেঁধে আদালতে তোলা সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে পরিচালক পারভেজ হোসেন সান্টুর জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২২ মার্চ) চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালত তাকে জামিন দেন। এ জামিনের মধ্য দিয়ে তিনি ৯ দিন কারাগারে থাকার পর মুক্তি পাবেন।

এর আগে আইনজীবী ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল আদালতে সান্টুর জামিন আবেদন করেন। তিনি বলেন, ৫ লাখ টাকা বন্ডে পারভেজ হোসেন সান্টু জামিন লাভ করেছেন। সিজেএম আদালতের বিচারক তাকে জামিন দিয়েছেন।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ জানান, সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার প্রতিষ্ঠানটির পরিচালক পারভেজ হোসেন সান্টুর জামিন আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেছেন।

এর আগে গত ১৪ মার্চ সন্ধ্যায় নগরীর জিইসি মোড় থেকে পারভেজ হোসেনকে গ্রেপ্তার করে শিল্প পুলিশ। গত ১৫ মার্চ তাকে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নাজমুন নাহারের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিস্ফোরণে হতাহতের ঘটনায় অক্সিজেন কারখানাটির মালিক তিন ভাই সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মামুন উদ্দীন এবং দুই পরিচালক আশরাফ উদ্দীন ও পারভেজ হোসেনসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

নিহত মো. সালাহউদ্দিনের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে ৬ মার্চ রাতে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন। অবহেলাজনিত মৃত্যু ঘটানোর অভিযোগে দণ্ডবিধির ৩৩৭, ৩৩৮, ৩০৪ ও ৪২৭ ধারায় মামলাটি গ্রহণ করে পুলিশ। গত ৪ মার্চ বিকেলে কদমরসুলপুর এলাকায় সীমা অক্সিজেন লিমিটেড কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ঐদিন ঘটনাস্থলেই ৬ জন নিহত হন। পরে চিকিৎসাধীন আরও একজনসহ বিস্ফোরণের ঘটনায় মোট ৭ জন মারা যান।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত