যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ১৪:৩১

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক একজন আসামিকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃতের নাম আব্দুল খালেক তালুকদার (৭৩)।
|আরো খবর
বুধবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার খালেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর ৫ নং মামলায় ২০১৫ সালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত।
এটিইউ’র পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান বলেন, গ্রেপ্তার খালেক তালুকদার নেত্রকোনার পূর্বধলার খারচাইলের মৃত রুস্তম আলী তালুকদারের ছেলে।
তিনি আরও বলেন, মামলা হওয়ার পর থেকে আত্মগোপনে ছিলেন আব্দুল খালেক। দীর্ঘ ৭ বছর পলাতক থাকার পর তার অনুপস্থিতিতে ট্রাইব্যুনাল ২০১৯ সালের ২৮ মার্চ রায় ঘোষণা করেন। রায়ে তিনিসহ অন্যান্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩ এর ৩ ধারায় মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গণহত্যার ৭টি অভিযোগ প্রমাণিত হয়। রায়ে আরও ৪ পলাতক আসামিসহ আব্দুল খালেক তালুকদারকেও মৃত্যুদণ্ড দেয়া হয়।
তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ জার্নাল/সুজন/এমএস