দুধ বিক্রি করতে গিয়ে মালেকের আর বাড়ি ফেরা হলো না
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৩, ০০:০২

দুধ বিক্রি করতে বাড়ি থেকে বেরিয়ে শহরে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন দুধ বিক্রেতা। ঘটনার একদিন পরে শুক্রবার (২৪ মার্চ) দুপুরে একটি রাস্তার পাশে পড়ে থাকা তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
|আরো খবর
নিহত ওই দুধ বিক্রেতার নাম মালেক পাল (৭০)। সে জেলা শহরের চরমধ্য টেপাখোলার আলেপ পালের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১০ টার দিকে দুধ নিয়ে বাইসাইকেলে করে ফরিদপুর শহরের দিকে রওয়ানা হন মালেক পাল। তারপর আর বাড়ি ফিরেননি সে। এ ঘটনায় শুক্রবার (২৪ মার্চ) সকালে কোতয়ালী থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করে তার পরিবার।
কোতোয়ালি থানার এসআই শ্রীবাস গাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর আড়াইটার দিকে ফরিদপুর শহরের বেরিবাঁধের মেরিন একাডেমি-স্লুইচ গেট সড়কের একটি বাড়ির পেছনে রাস্তার ঢাল হতে তার মরদেহ উদ্ধার করা হয়। রাস্তার পাশে তার মরদেহ পড়ে ছিল। ঘটনাস্থল থেকে তার সাইকেলটিও উদ্ধার করা হয়।
তিনি জানান, ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় মালেক পালের মৃত্যু হয়েছে। তবে কারো কোন অভিযোগ না থাকায় তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এমএ