কুমিল্লায় দেড়মণ গাঁজা ও দেশীয় অস্ত্রসহ আটক ৭
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৩, ০৫:০৩

কুমিল্লার বাঙ্গরায় দেড়মণ (৫৬ কেজি) গাঁজা ও ০৭টি দেশীয় ধারাল অস্ত্রসহ ০৭জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
|আরো খবর
শুক্রবার (২৪ মার্চ) কুমিল্লা বাঙ্গরা বাজার থানা এলাকায় গভীর রাতে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
আটককৃতরা হলেন, বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের দেওড়া গ্রামের দূর্বাজ ভূইয়া ওরফে নুরুল হক (৪০), সোহেল (২৮), মোঃ আরিফ (২৮), উজ্জল (২২), নুরু ভূঁইয়া (৩৫), ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার মাইজখার এলাকার তারেকুল ইসলাম ওরফে বাবু (২২), মোহাম্মদ চৌধুরী (২৬)।
মাদক উদ্ধার ও ব্যবসায়ীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশফাকুজ্জামান খন্দকার।
তিনি জানান, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷
বাংলাদেশ জার্নাল/এমএ