রাজধানীতে অ্যাম্বুলেন্সে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৩, ২০:০৭

রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় শনিবার সন্ধ্যায় একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
|আরো খবর
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, শনিবার সন্ধ্যা ৬টা তিন মিনিটে ঢাকা মেট্রো ছ ৭১-১৩৭৬ নম্বরের একটি অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
যান্ত্রিক ত্রুটির কারণে অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।
বাংলাদেশ জার্নাল/সুজন/আরকে