ফরিদপুরে ফল ও নিত্যপন্যের বাজারে অভিযান চালিয়ে ৯ ব্যবসায়ীকে জরিমানা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৩, ০০:২১

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফল, নিত্যপন্য ও খাবারের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুর ২ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভাঙ্গা সদর বাজারে এ অভিযান চালানো হয়। এসময় ৯ জন ব্যবসায়ীকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।
|আরো খবর
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ খেজুর, শুকনো খাবার, ধার্য্য মূল্যের অতিরিক্ত দামে সয়াবিন তেল, চিনি, মসুর ডালসহ অন্যান্য পণ্য বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮,৫১ ও ৫৩ ধারায় মোট ০৯টি মামলায় ৩২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজেস্ট্রেট মো. মাহমুদুল হাসান বলেন, জনস্বার্থে এ বাজার মনিটরিং নিয়মিত করা হবে।
বাংলাদেশ জার্নাল/এমএ