রাজধানীর কাপ্তানবাজারের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৩, ০৮:১৬ আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১২:২৪

রাজধানীর কাপ্তানবাজারের জয়কালী মন্দিরের কাছে বাজারের টিনশেড ঘরে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
|আরো খবর
রোববার (২৬ মার্চ) দিনগত রাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন লাগে। পরে রাত সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: রাজধানীর জয়কালী মন্দির সংলগ্ন মেথর পট্টিতে আগুন
তিনি বলেন, রাজধানীর কাপ্তানবাজারের জয়কালী মন্দিরের কাছে একটি টিনশেড ঘরে আগুন লাগার সংবাদ পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বাংলাদেশ জার্নাল/আরআই