ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

১৬৫ টাকার মুরগি বিক্রি ১৯০, দোকানিকে জরিমানা

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩, ০০:৩২

১৬৫ টাকার মুরগি বিক্রি ১৯০, দোকানিকে জরিমানা
কাজীর দেউড়ি বাজারে মুরগির দোকানিকে জরিমানা করেন ভোক্তা অধিদপ্তর । ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি বাজারে সকাল থেকে ১৬৫ টাকায় কেনা মুরগি ১৯০ টাকা দরে বিক্রির খবর পেয়ে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম সেখানে অভিযানে যায়। অভিযানে যেতেই প্রতিকেজি মুরগি হয়ে যায় ১৮০ টাকা!

মঙ্গলবার দুপুরে নগরীর কাজীর দেউড়ির কাঁচাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রামের উপ পরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ সাংবাদিকদের বলেন, রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে বিভিন্ন বাজারে ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে কাজীর দেউড়ি বাজারে অভিযান পরিচালনা করা হয়। এতে ক্রয়মূল্যের সঙ্গে বিক্রয়মূল্যে অসঙ্গতি পাওয়ায় এক মুরগি বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া মাছ এবং সবজি বিক্রেতাদের সতর্ক করা হয়।

তিনি বলেন, রমজানের মধ্যে চট্টগ্রামের বাজার যাতে স্থিতিশীল থাকে এবং পণ্যের দাম নিয়ে কোনো মধ্যস্বত্বভোগী যেন বাজারকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য বাজার তদারকিতে মাঠে কাজ করছে বিভিন্ন সংস্থার ৪০টি মনিটরিং টিম।

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত