মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের সংশোধিত তফসিল ঘোষণা

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩, ০৮:৩৫ | অনলাইন সংস্করণ

  জার্নাল ডেস্ক

ফাইল ছবি

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা, মহানগর ও উপজেলা কমান্ডের নির্বাচন ২০২২-২৩ এর সংশোধিত নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় ১৯ মার্চ, খসড়া ভোটার তালিকার ওপর দাবি, আপত্তি ও সংশোধনী করা হয় ২২ মার্চ, দাবি, আপত্তি ও সংশোধনী নিষ্পত্তি ৩০ মার্চ, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৫ এপ্রিল।

মনোনয়নপত্র বিতরণ ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল, মনোনয়নপত্র দাখিল ১০ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ১১ এপ্রিল, প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৩ এপ্রিল, আপিল নিষ্পত্তি ১৬ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহার ১৭ এপ্রিল, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৮ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৭ এপ্রিল ও  ভোট গ্রহণ ২০ মে। 

বাংলাদেশ জার্নাল/এমএ