ট্রাক চাপায় সাবেক সেনা সদস্য নিহত

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩, ১১:৪৮ | অনলাইন সংস্করণ

  গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে শ্রীপুর-মাওনা সড়কের শ্রীপুর চৌরাস্তার পশ্চিমে আনসার রোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ তাজমুল হোসেন বলেন, মালবাহী ট্রাকটি (ঢাকা মেট্রো—ড ১২—২৮৩৯) শ্রীপুরের দিকে যাচ্ছিল। এসময় মাওনাগামী মোটরসাইকেলটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রাকের নিচে চলে যায়। এবং ট্রাক চাপা পড়ে ঘটনাস্থলেই মোটসাইকেল চালক আব্দুল জলিল হোসেন নিহত হন।

তিনি আরও বলেন, নিহতের সঙ্গে থাকা মানিব্যাগ থেকে পাওয়া পরিচয়পত্র দেখে নিশ্চিত হতে পেরেছি তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য। তার মোবাইল ফোন থেকে স্ত্রীর কাছে খবর পাঠানো হয়েছে। তিনি ঘটনাস্থলে আসার পর বিস্তারিত পরিচয় জানা যাবে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে।

তিনি জানান, ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল পুলিশ হেফাজতে থানায় নেয়া হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/আরআই