ট্রাককে ওভারটেক করতে গিয়ে দুই বাইক আরোহী নিহত
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৩, ০১:১৪

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্রাককে ওভারটেক করতে গিয়ে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
|আরো খবর
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের চম্পাতলী বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার কিসমত ফতেজংপুর ডাঙ্গার হাট গ্রামের গোমুল্লা শাহের ছেলে মো. গোলজার আলী ও খানসামা উপজেলার চরকডাঙ্গা দুবলিয়া গ্রামের ইসমাইল আলীর ছেলে মো. ফজলে রাব্বী দুলাল।
প্রত্যক্ষদর্শী বজলুর রহমান জানান, চম্পাতলী বাজার থেকে রানীরবন্দর বাজারের দিকে যাচ্ছিলেন মোটরসাইকেল আরোহী দুই বন্ধু গোলজার আলী ও ফজলে রাব্বী। চম্পাতলী বাজারের মধ্যবর্তী গ্রিনল্যান্ড ব্লক অ্যান্ড টাইলস কারখানার সামনে একটি ট্রাককে ওভারটেক করার সময় সৈয়দপুর থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ছাড়া মাইক্রোবাসটি রাস্তার পাশে জমিতে উল্টে পড়ে দুই যাত্রী আহত হন।
দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ননী গোপাল বলেন, কারো কোনো আপত্তি না থাকায় মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ জার্নাল/জিকে