ফরিদপুরে জমিদার বাড়ি পরিদর্শন করলেন ব্রিটিশ হাইকমিশনার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৩, ১৭:৫৬ আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৮:০১

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ গ্রামের খান বাহাদুর জমিদার বাড়ি পরিদর্শন করেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকসন এবং তাঁর সহধর্মিণী মিস্ তেরেসা আলবার্ট।
|আরো খবর
শুক্রবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে ব্যক্তিগত সফরের অংশ হিসেবে এ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন- আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের প্রমুখ।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক বলেন, খান বাহাদুর জমিদার বাড়ির উত্তরসুরি ইংল্যান্ড প্রবাসী আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার মেরিনা তাবাসসুম একটি মসজিদ নির্মাণ করেন। জমিদার বাড়িতে নবনির্মিত এ মসজিদ দেখাতে আমন্ত্রণে তারা উক্ত পরিদর্শনে আসেন। এসময় জমিদার বাড়িতে নবনির্মিত মসজিদের পাশাপাশি জমিদার বাড়িও ঘুরে দেখেন তাঁরা। দেড় ঘণ্টার মতো আলফাডাঙ্গায় অবস্থান শেষে সড়কপথে তাঁরা ঢাকার উদ্যেশে রওনা দেন। এসময় স্থানীয় প্রশাসন তাঁদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেন।
বাংলাদেশ জার্নাল/এমপি