একটু বৃষ্টিতেই বন্দর নগরীতে হাঁটুপানি
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩, ২০:০৩ আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ২০:৩৫

চট্টগ্রাম নগরীর কিছু এলাকায় অল্প বৃষ্টিতেই হাঁটুপানিতে পরিণত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। অনেকের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে পড়েছে পানি।
|আরো খবর
শনিবার (১ এপ্রিল) সকাল থেকেই শুরু হয় বৃষ্টি। মাত্র দু’এক ঘণ্টার বৃষ্টিতে এরমধ্যেই নগরের বহদ্দারহাট, চকবাজার, প্রবর্তক, দুই নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাট, আগ্রাবাদ সিডিএ আবাসিক, গোসাইলডাঙ্গা, শান্তিবাগ, হালিশহর, চান্দগাঁও, বাকলিয়াসহ নগরের বেশকিছু নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এসব এলাকায় কোথাও হাঁটুপানি, কোথাওবা তার চেয়ে বেশি। এতে ভোগান্তিতে পড়তে হয় কর্মজীবীদের।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মেঘনাথ তঞ্চঙ্গ্যা বলেন, থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। শুক্রবার দুপুর ১২ থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত ২৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে বৃষ্টি রোববারও হতে পারে। তবে আগামীকাল থেকে ধীরে ধীরে বৃষ্টি কমে যেতে পারে।
বাংলাদেশ জার্নাল/এমপি