ঢাকা, শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ফরিদপুরে ত্রিমুখী সংঘর্ষে ২ বন্ধু নিহত

  ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩, ১০:৪৯

ফরিদপুরে ত্রিমুখী সংঘর্ষে ২ বন্ধু নিহত
ছবি: সংগৃহীত

ফরিদপুরে সিএনজি, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২টায় ফরিদপুর-ঢাকা মহাসড়কের কোমরপুরে, মুসলিম মিশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, ফরিদপুর পৌরসভার বর্ধিত ৬ নম্বর ওয়ার্ডের ইলিয়াস মোল্লার ছেলে রায়হান মোল্লা (২৯) ও একই এলাকার আব্দুর রহমান মিয়ার ছেলে মো. নজরুল ইসলাম (২৮)। তারা সম্পর্কে বন্ধু হন।

ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা জানান, রায়হান ও নজরুল মঙ্গলবার রাতে এশা ও তারাবির নামাজ পড়ে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে ছিলেন। পরে একই দিন রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নজরুল ঘটনাস্থলেই নিহত হন এবং রায়হানকে ঢাকায় নেয়ার পথে মারা যান।

ওসি শহিদুর রহমান জানান, মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত