ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

সাতক্ষীরা থেকে ১২ কেজি হরিণের মাংসসহ আটক ২

  সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ০৮ মে ২০২৩, ১৮:৫৮

সাতক্ষীরা থেকে ১২ কেজি হরিণের মাংসসহ আটক ২
হরিণের মাংসসহ আটক । ছবি: প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে হরিণের মাংস বিক্রির সময় অভিযান চালিয়ে হরিণের মাথা ও ১২ কেজি মাংসসহ দুই চোরাশিকারীকে আটক করেছে বনবিভাগ।

সোমবার সকাল ১০টার দিকে বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসের সদস্যরা উপজেলার মাহমুদপুর গ্রামের রবিউল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে মাংস বিক্রির সময় আমজাদ হোসেন শেখের ছেলে চোরাশিকারী আজাদ শেখ ও রুহুল আমিন গাজীর ছেলে রবিউল গাজীকে হাতে নাতে আটক করে।

সাতক্ষীরার বুড়িগোয়ালিনী বনবিভাগের স্টেশন অফিসার নূর আলম জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে চোরাশিকারীরা হরিণ শিকার করে মাহমুদপুর গ্রামের রবিউল ইসলামের বাড়িতে বসে উক্ত মাংস বেচাকেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের সদস্যরা পুলিশের সহায়তায় সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে একটি হরিণের মাথা ও ১২ কেজি মাংসসহ উক্ত দুই চোরাশিকারীকে আটক করে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক ইকবাল হোসাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, মাংসসহ উক্ত দুই চোরাশিকারীকে শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বাদল জানান, আটককৃতদের সাতক্ষীরার আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত