ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

৩০ তালগাছ উপড়ে ফেলায় চেয়ারম্যান-মেম্বারকে বরখাস্তের নির্দেশ

  পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ১৮ মে ২০২৩, ১৮:৩০

৩০ তালগাছ উপড়ে ফেলায় চেয়ারম্যান-মেম্বারকে বরখাস্তের নির্দেশ
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় বন বিভাগের লাগানো ৩০টি তালগাছ উপড়ে ফেলার ঘটনার ব্যাখ্যা দিতে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের এ আদেশ এক সপ্তাহের মধ্যে প্রতিপালন করতে বলেছেন আদালত।

বৃহস্পতিবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। বলা হয়েছে এ বিষয়ে জারি করা রুলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত তাদের বরখাস্তাদেশ বহাল রাখতে বলেছেন আদালত।

এর আগে পটুয়াখালীর কলাপাড়ায় বন বিভাগের লাগানো ৩০টি তালগাছ কাটা বা উপড়ে ফেলার ঘটনার ব্যাখ্যা দিতে স্থানীয় ইপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারকে তলব করেন হাইকোর্ট। আজ তাদের সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল।

এছাড়া সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কৃষি কর্মকর্তা যৌথভাবে সরেজমিন তদন্ত করতে বলা হয়েছিল।

এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে রোববার (৭ মে) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। গণমাধ্যমের প্রতিবেদনগুলো আদালতের নজরে আনেন অ্যাডভোকেট শেখ সোহেল রানা।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত