ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

নির্বাচন যাতে সুষ্ঠ না হয় তাই ষড়যন্ত্র চলছে: মায়া

  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৯ মে ২০২৩, ২০:৩৮

নির্বাচন যাতে সুষ্ঠ না হয় তাই ষড়যন্ত্র চলছে: মায়া
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ছবি: প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আজমত উল্লা খানকে ভোট দিলে ভাগ্যের পরিবর্তন হবে। লুটপাট হবে না, দুর্নীতি হবে না। এ নির্বাচনের মাধ্যমে সন্ত্রাসের বিরুদ্ধে নৌকা মার্কায় ভোট দিয়ে দাঁত ভাঙ্গা জবাব আমরা দিতে চাই। এ নির্বাচনকে ঘিরে দেশী, আন্তর্জাতিক এবং স্থানীয় ষড়যন্ত্র চলছে। এ নির্বাচন যাতে সুষ্ঠ না হয় তাই এ ষড়যন্ত্র চলছে। তবে সব ষড়যন্ত্র উপেক্ষা করে নৌকার বিজয় আনতে হবে। ইলেকশান কমিশনের আচরনবিধি মেনে বাড়ি বাড়ি গিয়ে ভোট ভিক্ষা চাইবো। জননেত্রী শেখ হাসিনার সালাম পৌঁছাবো। এ ভোটের মাধ্যমেই শেখ হাসিনার নৌকার বিজয় হবে।

শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরীর ভোগড়া মধ্যপাড়া ঈদগাহ মাঠে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এনামুল হক খান, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম সৈকত জোয়াদ্দার, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান সুজন, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, তথ্য ও গবেষণা সম্পাদক সামসুল আলম অনিক, মহানগর আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিন, যুবলীগ নেতা সাইদুল ইসলাম, আতাউর রহমান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক সদস্য সুমন আহম্মেদ শান্তবাবু প্রমুখ।

সভাপতির বক্তব্য রাখেন কামরুল আহসান সরকার রাসেল বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে ২৫ তারিখের নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করা। নৌকার বিজয়ের জন্য মহানগর যুবলীগ ৫৭টি ওয়ার্ডে দিন-রাত কাজ করছে। বঙ্গবন্ধুর প্রশ্নে এবং নেত্রীর প্রশ্নে আপোষহীন থাকতে হবে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে যুবলীগের নেতৃত্বে ভোট বিপ্লব করবো।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত