১০ বছর পর মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৩, ১৪:২২

গাইবান্ধায় মাদকসহ ২০১৩ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তারের পর ১২ মাস জেল খেটে জামিনে বের হয়ে পালিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকেন মাদক ব্যবসায়ী মো. মাহিদুল ইসলাম ওরফে সাগর (৩০)। ওই মামলার রায়ে তাকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেন।
|আরো খবর
দীর্ঘ ১০ বছর পর বুধবার (২৪ মে) রাতে রাজধানীর মুগদা থানা এলাকা থেকে আসামি মাহিদুলকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
বৃহস্পতিবার র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক বলেন, ব্যাটালিয়নের একটি দল রাজধানীর মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মাহিদুলকে গ্রেপ্তার করে।
র্যাবের এই কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়ানোর জন্য মাহিদুল দেশের বিভিন্ন স্থানে কখনো দিন মজুর, ভ্যান চালক এবং অটোরিকশা চালাতেন। এই কাজের আড়ালে মাদক পরিবহন এবং সেবীদের কাছে মাদক বিক্রি করতেন।
সর্বশেষ মুগদা এলাকায় নিজের নাম পরিবর্তন করে সাগর নামে রিকশা চালাতেন এবং ওই এলাকায় থাকতেন। তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে তার সহযোগী মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গ্রেপ্তার মাহিদুলকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/সুজন/আরআই