ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

বড়ভাইকে হত্যা: ২২ বছর পর ছোট ভাইয়ের যাবজ্জীবন

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৫ মে ২০২৩, ২২:৩৭

বড়ভাইকে হত্যা: ২২ বছর পর ছোট ভাইয়ের যাবজ্জীবন
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বড় ভাইকে হত্যার ২২ বছর পর ছোট ভাই আমির হামজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় দেন। একই সঙ্গে হামজাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ের আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামি হামজা আদালতে উপস্থিত ছিলেন না। তিনি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করলে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানোর দিন থেকে সাজার মেয়াদ শুরু হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে ২০০১ সালের ২৩ জানুয়ারি সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের মঞ্জিলখোলা গ্রামে হত্যার শিকার হন মানিক মিয়া বেপারীর ছেলে জয়নাল আবেদীন। বুকে বল্লমবিদ্ধ করে তাকে হত্যা করেন ছোট ভাই আমির হামজা। এ ঘটনায় জয়নালের স্ত্রী রেহানা আক্তার রেনু সোনারগাঁ থানায় মামলা করেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত