রাজধানীতে ককটেল বিস্ফোরণে যুবলীগ নেতা আহত
প্রকাশ : ২৬ মে ২০২৩, ০৩:৫৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে ৫০নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সম্রাট হোসেন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
শামীম আহমেদ নামের উদ্ধারকারী একজন জানান, সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুর অফিস থেকে বের হয়ে বাসায় যাওয়ার পথে যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক সড়কে কে বা কারা ককটেল নিক্ষেপ করে। এসময় তার পিঠে আঘাত লাগে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, সশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/জিকে