বিষপানে মৃত ভেবে যুবকের সুরতহাল, জানা গেল জীবিত
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৩, ১৮:২৬

|আরও খবর
বিষপানে মৃত ভেবে এক যুবকের সুরতহাল করা হয়। পরে দেখা গেল সে জীবিত। বৃহস্পতিবার (২৫ মে) দিবাগত রাতে চট্টগ্রামের বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
বিষপান করে আত্মহত্যার চেষ্টাকারী যুবক রবিউল হোসেন জিকু (৩০)। ওই যুবককে মৃত ভেবে সুরতহাল করতে গিয়ে হৃদস্পন্দন পাওয়া যায়।
শুক্রবার বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহা এ তথ্য জানিয়েছেন।
রবিউল হোসেন জিকু এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, রাত ২টার দিকে থানায় সংবাদ আসে বিষপান করা এক যুবকের মরদেহ ঘরে পড়ে আছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে তাকে উদ্ধার করে। মৃত ভেবে তার শরীর দেখার সময় হৃদস্পন্দন পেলে তাকে হাসপাতালে নেয়া হয়।
ওসি আরও বলেন, চিকিৎসকরা জানিয়েছেন আপাতত ভয়ের কিছু নেই। তবে বিষপানের ঘটনায় থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
আরও পড়ুন: সহপাঠীকে হত্যা: ৩৩ বছর পর গ্রেপ্তার
বাংলাদেশ জার্নাল/এমপি