ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

সাভারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

  সাভার প্রতিনিধি

প্রকাশ : ২৭ মে ২০২৩, ২১:২২

সাভারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রী তোলার প্রতিযোগিতায় থাকা দুই বাসের মধ্যে চাপে পড়ে শীলা (১৬) নামের এক কিশোরী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন।

শনিবার দুপুর ২টার দিকে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের ফটকের (ডেইরি গেইট) সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শিলার বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার শিকরামপুর গ্রামে। তার বাবার নাম শফিকুল ইসলাম। আহতরা হলেন- শিলার মামা হযরত আলী (৩৬) ও তার মেয়ে সুমাইয়া আক্তার (৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি গেটের সামনে ফুটওভার ব্রিজের নিচে ঢাকাগামী লেনে একটি সেলফি পরিবহনের বাস দাঁড়িয়ে যাত্রী তুলছিল। পেছনে থাকা আরেকটি সেলফি পরিবহনের বাস লেনের নিচ দিয়ে আগে যাওয়ার চেষ্টা করার সময় দু’বাসের মধ্যে চাপে পড়ে মোটরসাইকেল আরোহী হজরত আলীসহ তার ভাগ্নি শিলা ও মেয়ে সুমাইয়া মাটিতে পড়ে যায়। এসময়, শিলার মাথার উপর দিয়ে একটি বাসের চাকা গেলে ঘটনাস্থলে গুরুতর আহত হয়। এছাড়া হজরত আলী ও তার মেয়ে সুমাইয়া আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিলাকে মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত করেছি৷ এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

আজিজুল হক আরও বলেন, যে দু’টি বাস দুর্ঘটনাটি ঘটিয়েছে, সেই বাস দু’টি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আটক করেছে। শুনেছি, বাসের ড্রাইভার ও হেল্পার বিশ্ববিদ্যালয়ের ভিতরে রয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে কথা বলে বাস দু’টি থানায় নেয়ার প্রক্রিয়া চলছে। সেই সাথে জড়িতদের গ্রেপ্তারের কাজ চলছে।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত