ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

পলাশবাড়ীতে ভুয়া চিকিৎসককে লাখ টাকা জরিমানা

  গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৮ মে ২০২৩, ০০:১০

পলাশবাড়ীতে ভুয়া চিকিৎসককে লাখ টাকা জরিমানা
ছবি: প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে দন্ত চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে মেহেদী হাসান নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান নয়ন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। মেহেদী হাসান পলাশবাড়ী উপজেলার চৌমাথা এলাকার সায়েদ মিয়া ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভুয়া পদ- পদবি ব্যবহার করে দীর্ঘদিন ধরে দন্ত চিকিৎসক পরিচয় দিয়ে আসছিলেন মেহেদী হাসান। তিনি পলাশবাড়ী পৌর শহরের চৌমাথায় অবস্থিত 'ডেন্টাল কেয়ার' পয়েন্টে নিয়মিত রোগী দেখতেন। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান নয়ন বিষয়টি নজরদারিতে রাখেন। আজ দুপুরে 'ডেন্টাল কেয়ার' পয়েন্টে অভিযান চালান। এসময় মেহেদী হাসান প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০-এর ২ ধারা অনুযায়ী তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. মাহাবুব আলম প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত