রাজধানীতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫‌ ইউ‌নিট

প্রকাশ : ২৮ মে ২০২৩, ১২:৫৯ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর আদাবর এলাকায় এক‌টি আটতলা ভব‌নের বেজ‌মে‌ন্টে আগুনের ঘটনা ঘটে। রোববার দুপুর ১২টার পর এই অগ্নিকা‌ণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৫‌টি ইউ‌নিট। পরে দুপুর দেড়টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করে‌ ফায়ার সা‌র্ভিস। ভবনের দ্বিতীয় তলা থেকে দুইজন নারী ও একজন পুরুষ‌কে নিরাপদে নামিয়েছে ফায়র সা‌র্ভিস কর্মীরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার প্রধান (ভারপ্রাপ্ত) শাহজাহান সিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর আদাবরে ১০ নম্বর সড়কের একটি আটতলা ভবনের বেজমেন্টে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুপুর ১২টা ১৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে।

এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

আরও পড়ুন: বঙ্গবাজারে অগ্নিকাণ্ড: হামলার ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ জার্নাল/এমপি