রাজধানীতে সেপটিক ট্যাংকে পড়ে দুইজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৩, ১৩:৫৭ আপডেট : ২৮ মে ২০২৩, ১৪:০২
রাজধানীর উত্তরখান এলাকার একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
|আরও খবর
নিহতরা হলেন-মো. আবদুস সামাদ (৫৫) ও মধু মিয়া (৪২)। নিহত দুই শ্রমিকের বাড়ি গাইবান্ধা জেলায়।
রোববার সকাল ১১টার দিকে উত্তরখানের বাবুর্চিবাড়ি মোড় এলাকার ওই ভবনের পানির ট্যাংক থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, সকার ৯টার দিকে উত্তর খান মাজার এলাকায় একটি নির্মাণধীন বাড়ীর সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে দুই শ্রমিক আটকা পড়েন। খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃত অবস্থায় তাদের লাশ উদ্ধার করে।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম জানান, ধারণা করা হচ্ছে, কাজ করতে গিয়ে দুই শ্রমিক পানির রিজার্ভ ট্যাংকে পড়ে যান।
বাংলাদেশ জার্নাল/আরআই