ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

রেস্টুরেন্টে খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ১৫

  লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ২৮ মে ২০২৩, ১৪:৪১

রেস্টুরেন্টে খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ১৫
রেস্টুরেন্টে খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন কয়েকজন। ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গোতামারী ইউনিয়নের দইখাওয়া চিড়ারমিল এলাকায় আতিয়ার রহমান নামে এক ব্যক্তির রেস্টুরেন্টে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন ২০ জন। তাদের মধ্যে ১৫ জন স্থানীয় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত ওই হোটেলে খাবার খান স্থানীয় লোকজন।

জানা গেছে, ওই রেস্টুরেন্টে শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন লোকজন খাবার খান। মধ্যরাতে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। বমি ও পাতলা পায়খানার সাথে দেখা যায় পেট ব্যাথা ও জ্বর। অসুস্থদের মধ্যে কেউ কেউ রাতে আবার কেউ কেউ শনিবার সকাল থেকে রাত পর্যন্ত হাতীবান্ধা হাসপাতালে ভর্তি হন।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জুয়েল রানা বলেন, রাত থেকে সকাল পর্যন্ত হাসপাতালে ১৫ জন ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে জানতে ওই রেস্টুরেন্ট মালিক আতিয়ার রহমানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম ইসলাম নয়ন বলেন, এ ঘটনায় অসুস্থদের চিকিৎসা দেয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে খাবারের বিষক্রিয়া থেকে এমন হতে পারে।

আরও পড়ুন: মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুইজনের

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত