চাটমোহরে পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু

প্রকাশ : ২৮ মে ২০২৩, ১৮:২৩ | অনলাইন সংস্করণ

  পাবনা প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনার চাটমোহরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ মে) দুপুরের দিকে চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো উপজেলার চরপাড়া গ্রামের শাহ আলমের ছেলে নাহিদ (৪) ও একই গ্রামের হৃদয় হোসেনের ছেলে নাঈম ওরফে রিয়াদ (৫)। দুই শিশু সম্পর্কে আপন মামা-ভাগ্নে ছিল। 

স্বজনরা জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে দিকে বাড়ির কাছে পানি উন্নয়ন বোর্ডের ক্যানেলের পাশে খেলাধুলা করছিল নাহিদ ও রিয়াদ। এক পর্যায়ে দুজনেই গোসল করতে নামে। এদিকে দীর্ঘসময় বাড়ি না ফেরায় তাদের খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে পানিতে রিয়াদ ও নাহিদের মরদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

মৃত নাহিদের পিতা শাহ আলমের ধারণা, পা পিছলে পানিতে পড়ে গেলে সাঁতার না জানায় মৃত্যু হয়েছে তাদের। 

শাহ আলম আরো জানান মৃত দুই শিশু সম্পর্কে আপন মামা-ভাগ্নে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরো পড়ুন: সাতক্ষীরায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

বাংলাদেশ জার্নাল/আরকে