ওআইসি মহাসচিবের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৩, ১৩:৫২
আন্তর্জাতিক ইসলামিক সংস্থা ওআইসির মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।
|আরও খবর
সোমবার সকালে তিনি বিমানযোগে কক্সবাজার পৌঁছে সেখান থেকে যান উখিয়ার কুতুপালং ফোর এক্সটেনশন ক্যাম্পে। এ ছাড়াও আরও কয়েকটি ক্যাম্প পরিদর্শন করেন।
এসময় তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে মিয়ানমারে প্রত্যাবাসনের পরিবেশ সম্পর্কে খোঁজ খবর নেন।
ক্যাম্পে ব্র্যাকের ইয়ুৎ সেন্টার, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামসহ বিভিন্ন সংস্থার কার্যক্রমগুলো পরিদর্শন করেন হিসেইন ব্রাহিম তাহা।
এ সময় শরণার্থী বিষয়ক কমিশন, রোহিঙ্গা প্রতিনিধি, এনজিও আইএনজিও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সোমবার বিকেলে বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন তিনি।
এদিকে ওআইসি প্রধানের সফরকে ঘিরে রোহিঙ্গা ক্যাম্প জুড়ে জোরদার ছিল এপিবিএনের কড়া নিরাপত্তা ব্যবস্থা।
বাংলাদেশ জার্নাল/ওএফ