রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৩, ১১:০৭
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।
|আরও খবর
সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারের সময় তাদের কাছে ৩০ গ্রাম হেরোইন, ৯ হাজার ৬৬৮ ইয়াবা, ৫৫ কেজি ৬৭০ গ্রাম গাঁজা, ১০ বোতল বিদেশি মদ, ৭৫০ মিলিলিটার দেশি মদ ও ২০টি নেশা-জাতীয় ইনজেকশন জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৯
বাংলাদেশ জার্নাল/জিকে