স্কুল-শপিং ব্যাগে ইয়াবা রেখে বিক্রি, গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৩, ২১:১৪

রাজধানীর উত্তরা ও গাজীপুরের গাছা এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. নজরুল ইসলাম (৩৮) ও মো. হারুন অর রশিদ (৪২)।
|আরও খবর
ডিএনসি বলছে, গ্রেপ্তারকৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে নিজ নিজ বাসায় কৌশলে স্কুল ব্যাগ ও শপিং ব্যাগে লুঙ্গির মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখতেন। পরে বিভিন্ন স্থানে মাদক কারবারিদের কাছে বিক্রি করতেন।
ডিএনসির রমনা সার্কেলের পরিদর্শক তমিজ উদ্দিন মৃধা বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে সরবরাহ করছিলেন। তাদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/সুজন/এমএস