ঢাকা, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

সাতক্ষীয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

  সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ৩১ মে ২০২৩, ১৪:১১

সাতক্ষীয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের কাজীরহাট ও শাকদাহ এলাকায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- কলারোয়া উপজেলার শাকদাহ গ্রামের মাহমুদ ও কাজিরহাট এলাকার ব্যবসায়ী তয়াপ কারিগর।

স্থানীয়রা জানান, শাকদাহ গ্রামের মাহমুদ মোটরসাইকেলযোগে কলারোয়া সদরের দিকে আসছিলেন। পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে যান। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

অন্যদিকে সাতক্ষীরা সদরের ঝাউডাংগা বাজারের ব্যবসায়ী তয়াপ কারিগর মোটরসাইকেলযোগে যশোর যাওয়ার পথে কাজিরহাট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সাতক্ষীরার কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত