কথা কাটাকাটির জেরে চবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৩, ১২:২২

কথা কাটাকাটির জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
|আরও খবর
বুধবার (৩১ মে) রাত সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। যা থেমে থেমে রাত সাড়ে ১২টা পর্যন্ত চলে।
জানা গেছে, ক্যাম্পাসের শাহ আমানত হলের সামনে অবস্থিত ঢাকা হোটেলে খাবার খেতে গিয়ে দুই পক্ষের দুই কর্মীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় সিক্সটি নাইন শাহজালাল ও সিএফসি শাহ আমানত হলে অবস্থান করে। প্রায় দেড় ঘণ্টা ইটপাটকেল ছুড়ে দুইপক্ষ। পরে প্রক্টরিয়াল বডি পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সিএফসি গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাদাফ খান বলেন, ঢাকা হোটেলে জুনিয়রদের মধ্যে কথা কাটাকাটি থেকে ঝামেলা শুরু হয়েছিল। ঘটনা সংঘর্ষে রূপ নিলে ইটপাটকেলের আঘাতে কয়েকজন আহত হয়েছে। তবে গুরুতর আহত হয়নি কেউ। রাত সাড়ে ১২টার দিকে প্রক্টরিয়াল বডি এসে কথাবার্তা বলে বিষয়টি মিটমাট করে দেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আহসানুল কবীর এবং নাজেমুল মুরাদ বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। উভয় পক্ষের সঙ্গে কথা বলে আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছি।
আরও পড়ুন: ইবি শিক্ষার্থীর বিরুদ্ধে বাস ড্রাইভারকে মারধরের অভিযোগ
বাংলাদেশ জার্নাল/এমপি