ঢাকা-১৭ আসন: উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ব্যালটে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৩, ১৩:১৫ আপডেট : ০১ জুন ২০২৩, ১৩:৩৮

|আরও খবর
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই আসনের উপনির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে আগামী ১৭ জুলাই। আর এই উপনির্বাচনে ভোটগ্রহণ ব্যালটে হবে বলে জানানো হয়েছে।
নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বৃহস্পতিবার (১ জুন) তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী এই আসনের উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিল ১৫ জুন, যাচাই-বাছাই ১৮ জুন এবং মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৫ জুন পর্যন্ত।
উল্লেখ্য, চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি শূন্য হয়। গত ১৫ মে স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুকের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
আরও পড়ুন: মির্জা ফখরুলের বক্তব্য আদালত অবমাননার শামিল
বাংলাদেশ জার্নাল/এমপি