টাঙ্গাইলে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ নিহত ৪
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৩, ১৮:০০ আপডেট : ০১ জুন ২০২৩, ১৮:০৬

টাঙ্গাইলের মধুপুরে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী ও এক শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার গাংগাইর বোমা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
|আরও খবর
নিহতরা হলেন ধনবাড়ী উপজেলার পাইস্কা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মাঈনুদ্দিন (৫০), তার স্ত্রী তাহেরা বেগম (৩০) ও একই গ্রামের দরদ আলীর ছেলে ফরহাদ (৪৫)। তবে নিহত এক শিশুর পরিচয় পাওয়া যায়নি।
মধুপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হেমাউল কবির বলেন, ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি বাস ব্যাটারিচালিত ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এছাড়া এক শিশু গুরুতর আহত হলে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ মিয়া বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটিকে আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।
আরও পড়ুন-ফেনীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিন জনের মৃত্যু
বাংলাদেশ জার্নাল/এমএস