ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

বাজেট নিয়ে অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৩, ১৮:৩২

বাজেট নিয়ে অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ফাইল ছবি

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এদিন বেলা ৩টায় ওই সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে নানা প্রশ্নের উত্তর দেবেন তিনি।

বৃহস্পতিবার তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অর্থমন্ত্রী বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট বাজেট পেশ করবেন।

সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন তিনি।

জাতীয় সংসদে টানা পঞ্চমবারের মতো বাজেট পেশ করবেন মন্ত্রী। এটি হবে দেশের ইতিহাসে ৫২তম ও আওয়ামী লীগ সরকারের পাঁচ মেয়াদের ২৪তম বাজেট। আকারের দিক থেকে এটিই হবে দেশের বৃহত্তম বাজেট। চলতি অর্থবছরের বাজেটের তুলনায় এটি হবে ১২ দশমিক ৩৫ শতাংশ বেশি। ২০২২-২৩ অর্থবছরের বাজেটে বরাদ্দ ছিল ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার।

বাংলাদেশ জার্নাল/কেএ

  • সর্বশেষ
  • পঠিত