যাত্রাবাড়ীতে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রকাশ : ০২ জুন ২০২৩, ১৮:৪৮ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

গ্রেপ্তারকৃতরা। ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. কাল্লু (৩৩), মো. শান্ত (২৪) ও মো. জাহিদ (২৫)।

বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ীর চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছে একটি চাকু উদ্ধার করা হয়েছে। 

র‌্যাব-১০ বলছে, গ্রেপ্তারকৃতরা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ী ও আশপাশের এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার, মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করছিল। 

গ্রেপ্তার কাল্লুর বিরুদ্ধে যাত্রাবাড়ী ও মুগদা থানায় ছিনতাইয়ের দুইটি ও মাদকের একটি মামলা রয়েছে। আর শান্তর বিরুদ্ধে কোতয়ালী ও গেন্ডারিয়া থানায় পাঁচটি মাদক মামলা ও একটি ছিনতাই মামলা আছে।

বাংলাদেশ জার্নাল/সুজন/এমএস