১১ বছর আগের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৩, ২০:০৯

এক দশক আগে ফরিদপুরের আলফাডাঙ্গায় খুন ও ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকতার মোল্লাকে (৪৩) ঢাকার কদমতলী এলাকা থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে র্যাব-৩।
|আরও খবর
র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, হত্যাকাণ্ডের শিকার শহিদুল ইসলাম আলফাডাঙ্গার ধুলঝুড়ি গ্রামে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ২০১২ সালের ২৭ জুলাই মোটরসাইকেল নিয়ে তিনি বের হলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়। হামলাকারীরা শহিদুলের লাশ ফেলে রেখে বাইকটি নিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় করা মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত বছর ইকতারকে যাবজ্জীবন কারাদণ্ডসহ অর্থদণ্ড দেয় আদালত।
মামলার পর থেকেই ইকতার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন।
বাংলাদেশ জার্নাল/সুজন/এমএস