পাবনায় ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত

প্রকাশ : ০৩ জুন ২০২৩, ০০:১৫ | অনলাইন সংস্করণ

  পাবনা প্রতিনিধি

ছবি: প্রতীকী

পাবনায়  ট্রাকচাপায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম শফিকুল আলম। তিনি পাবনার সুজানগর উপজেলার খায়রান গ্রামের বাসিন্দা। শুক্রবার দুপুরে পাবনা-ঢাকা মহাসড়কের বনগ্রাম বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।

মাধপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ নবীর উদ্দিন জানান,  ওই চালক তার গাড়িতে গ্যাস ফিলিং করে পাবনা থেকে ফিরছিলেন। বনগ্রাম বাজারে আসার পর দ্রুত গতির একটি ট্রাক চাপায় তিনি ঘটনা স্থলেই মারা যান। স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, ট্রাক চালক ঘটনাস্থল থেকে  দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।


বাংলাদেশ জার্নাল/এমএ