ট্রাকের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৩, ১০:১৪ আপডেট : ০৩ জুন ২০২৩, ১৮:৩২

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটো রিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।
|আরও খবর
শুক্রবার (২ জুন) রাত ১১টায় ওই ইউনিয়নের লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কবি শেখ ফজলুল করিম স্মৃতি ফলক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাটগ্রাম উপজেলার চিলার বাজার এলাকার আতিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৫) ও একই উপজেলার বেলতলী (রহমতপাড়া) গ্রামের আব্দুল গফুরের ছেলে রফিকুল ইসলাম (৪০) এবং মুন্নি বেগম (৪০) রংপুরের দর্শনা মোড়ের সুত্রাপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানান, শুক্রবার রাতে রংপুর থেকে সিএনজি চালিত একটি অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ওই এলাকায় একটি মালবাহী ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পথে আরও একজন নিহত হন। তবে সিএনজিতে থাকা নারীসহ আরও ৪ জন আহত হয়েছেন। পরে আহতদের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় সেখানে মুন্নি বেগম নিহত হন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি -তদন্ত) হাবিবুর রহমান জানান, শুক্রবার রাতে খবর পেয়ে মরদেহ গুলো উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় চারজনকে রংপুর ও কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: মৃত ব্যক্তির দোয়ায় গিয়ে ২ জনের মৃত্যু, স্বামীর মৃত্যুর খবরে মারা গেলেন স্ত্রীও
বাংলাদেশ জার্নাল/আরআই