ধানমন্ডি লেক থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৩, ১১:২২ আপডেট : ০৩ জুন ২০২৩, ১৬:৪০

রাজধানীর ধানমন্ডি লেক থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ১৪ বছর।
|আরও খবর
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে ধানমন্ডি ৭ নম্বর রোডের শেষ মাথায় বাইতুল আমান জামে মসজিদের সংলগ্ন লেক থেকে পানিতে ভাসমান ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ওই কিশোর লেকে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। সেখান থেকে আর উঠতে পারেনি। পরবর্তীতে মরদেহ ভেসে উঠলে দেখতে পেয়ে লোকজন থানায় খবর দেয়। নিহত কিশোরের নাম পরিচয় কিছুই জানা যায়নি।
আরও পড়ুন: রাজধানীতে বাসচাপায় যুবকের মৃত্যু
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
বাংলাদেশ জার্নাল/আরআই