ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

চট্টগ্রামে প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ০৩ জুন ২০২৩, ১৪:৪৫

চট্টগ্রামে প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু
ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. কায়সার (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছেন।

শনিবার বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এরআগে শুক্রবার রাত ৮ টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব রায়ছটা গ্রামে একরাম মিয়া ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কায়ছার খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লী‌গের সি‌নিয়র সহ-সভাপ‌তি এবং মৃত ওমর আলীর ছেলে।

আটককৃতরা হলেন- মো. আকবর (৩৫), আকবরের বাবা আলম নুর (৫৫) এবং মেজবাহ উদ্দিন (১৯) নামের ৩ জনকে আটক করেছে।

স্থানীয়রা জানান, ওমর আলীর সাথে ফরিদুল আলমের জমি নিয়ে পারিবারিক বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে ফরিদুলের লোকজন কায়সারকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খানখানাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য কামরুল ইসলাম বলেন, জমি নিয়ে ওমর আলীর ছেলে মো. কায়সারের সাথে আলম নুরের ছেলে মো. আকবরদের বিরোধ ছিল। নিহত ব্যক্তি মো. কায়সার ইতিপূর্বে মামলায় আটক হয়ে ৩ মাস জেল খেটে কিছুদিন পূর্বে ছাড়া পেয়ে এলাকায় আসেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়েছে, অন্য আসামিদের আটক করতে অভিযান চলছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত