রাজধানীর ওয়ারীতে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ০৩:৫৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ওয়ারীতে টিপু সুলতান রোডে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ।
মঙ্গলবার (৬ জুন) দিবাগত রাত ২টা ২৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
তিনি বলেন, রাত ২টা ২৫ মিনিটে ওয়ারীতে টিপু সুলতান রোডে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে আমাদের ৬টি ইউনিট পাঠানো হয়েছে।
প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ জার্নাল/আরআই