ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল দুই কিশোরের

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ০৭ জুন ২০২৩, ২০:০৯

পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল দুই কিশোরের
দিনাজপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু ঘটেছে। ছবি: প্রতিনিধি

দিনাজপুরে পৃথক স্থানে গুড়িগুড়ি বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাতে দুই কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (৭ জুন) বিকেল তিনটার দিকে চিরিরবন্দর উপজেলার পূর্ব খোচনা নয়াপাড়া ও পার্বতীপুর উপজেলার হয়বতপুর গ্রামে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার খোচনা নয়াপাড়া গ্রামের জমীর আলীর ছেলে নুর আলম (২১) ও পার্বতীপুর উপজেলার হয়বতপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে কুদ্দুস (২২)।

চিরিরবন্দর থানার পুলিশ উপপরিদর্শক নুর আলম জানান, চিরিরবন্দর উপজেলার পূর্ব খোচনা হাকিম সাহা পাড়ার নিজ বাড়ির পাশে গুড়িগুড়ি বৃষ্টি হলে ধান ক্ষেত থেকে দৌড়ে পাশের কলার বাগানের কদম গাছের নিচে যায় নুর আলম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, পার্বর্তীপুর উপজেলার হয়বতপুর গ্রামের কুদ্দুস আলী হালকা বৃষ্টি ও বাতাস শুরু হলে বাড়ির পাশে আম কুড়াতে যায়। এসময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিসৎক তাকেও মৃত ঘোষণা করেন ।

চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌভীক রায় বলেন, চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলার দুই কিশোরকে বজ্রপাতে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন: ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত