বিএনপির অবস্থান কর্মসূচি: দিনাজপুরে পুলিশ-বিএনপি বাগবিতণ্ডা, ধাক্কাধাক্কি
স্মারকলিপি প্রদান জেলা বিএনপির
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ১৪:০৮
|আরও খবর
লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে দেশব্যাপী জেলা শহরের বিদ্যুৎ অফিসে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে বিএনপির উদ্যোগে অবস্থান-কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। এসময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত দিনাজপুর টু দশ মাইল মহাসড়কের পিডিবি মোড়ে অবস্থান কর্মসূচি ও শেষে প্রধান নির্বাহী প্রকৌশলী পিডিবিকে বিএনপির পক্ষ থেকে স্মারকলিপি দেয়া হয়।
সুইহারী পিডিবি মোড়ে বিএনপির নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করার সময় পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে বিএনপি'র সিনিয়র নেতারা পুলিশের সাথে আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে পিডিবি নির্বাহী প্রকৌশলী ফজলুর রহমানের হাতে স্মারকলিপি প্রদান করেন।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কচির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহসংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম।
বিএনপির অঙ্গ সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ জার্নাল/এমপি