চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ১৬:০৪

চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ওই আসনে আগামী ৩০ জুলাই ভোট অনুষ্ঠিত হবে।
|আরও খবর
বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কমিশনের ২০তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম এই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।
জাহাংগীর আলম বলেন, আগামী ৩০ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় হচ্ছে ৪ জুলাই। মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই। মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই। আপিল নিষ্পত্তি করা হবে ১০ থেকে ১১ জুলাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ই জুলাই। প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই। উপনির্বাচনে সকল কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে। থাকবে সিসি ক্যামেরা।
আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের মৃত্যুতে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-খুলশী-কাতালগঞ্জ) আসনটি গত ২ জুন শূন্য হয়।
আরও পড়ুন: ভোটারকে এক ক্লিকে সব তথ্য জানাতে চায় ইসি
বাংলাদেশ জার্নাল/এমপি