ঢাকা, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ আপডেট : ৩৬ মিনিট আগে
শিরোনাম

‘মন্ত্রী-সচিব তো প্রশ্নফাঁস করেনি, যারা করেছে ধরিয়ে দেন’

‘মন্ত্রী-সচিব তো প্রশ্নফাঁস করেনি, যারা করেছে ধরিয়ে দেন’

রোম সফর শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলনে করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার গণভবনের ব্যাংকোয়েট হলে এ সংবাদ সম্মেলন হয়। এসময় প্রশ্ন ফাঁস নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

মাছরাঙা টেলিভিশনের রেজওয়ানুল হক রাজা প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন ফাঁস নিয়ে জানতে চান। রাজার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁস নতুন কিছু না, কখনও প্রচার হয়, কখনও প্রচার হয় না।

শেখ হাসিনা আরো বলেন, পরীক্ষা শুরুর ২০ মিনিট আগে প্রশ্ন দেয়, এটা তো জানা কথা। এখন সবার হাতে ফোন। কেউ ছবি তুলে দিতে পারে। কিন্তু আমার এই প্রশ্নের উত্তরটা দেন, কেউ কী এটা দেখে উত্তর পড়ে লিখে দিতে পারবে? এত ট্যালেন্টেড কে আছে?

এসময় প্রধানমন্ত্রী জানতে চান প্রশ্নগুলো কতদিন আগে ফাঁস হয়। উত্তর পেয়ে তিনি বলেন, ২০ মিনিট আগে প্রশ্ন ফাঁস হলে আপনি কী করবেন?

শেখ হাসিনা পাল্টা প্রশ্ন রেখে বলেন, মন্ত্রী কী নিজে প্রশ্ন পত্র ফাঁস করতে গেছে, না কী সচিব গেছে? কে প্রশ্ন করেছে খুঁজে দেন আমরা শাস্তি দিয়ে দেব।

আরও পড়ুন:

‘শেষ, এবার যাই তাহলে’

তিনটি সুখবর দিলাম, আরেকটি পরে দেব: প্রধানমন্ত্রী

জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত