ক্রেনের চাকায় পিষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ২৩:৩৩

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে ক্রেন থেকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
|আরও খবর
বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটে ইস্টার্ন রিফাইনারির ট্যাংক ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে। ৫৫ বছর বয়সী ওই শ্রমিকের নাম জসিম উদ্দীন। তিনি দৈনিক মজুরিতে কাজ করতেন। তিনি বন্দর থানার মাইজপাড়া এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থলে থাকা ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন।
তিনি বলেন, নিহত জসিম দৈনিক মজুরিতে কাজ করতেন। অতিরিক্ত গরম পড়ায় সম্ভবত মাথা ঘুরে পড়ে গিয়ে চাকার নিচে পিষ্ট হয়েছেন। কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি। ইস্টার্ন রিফাইনারি কর্তৃপক্ষ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে।
বাংলাদেশ জার্নাল/জিকে