ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

ভারতে অনুপ্রবেশকালে ৩ রোহিঙ্গা তরুণী আটক

  মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ : ০৯ জুন ২০২৩, ১৬:১৪  
আপডেট :
 ০৯ জুন ২০২৩, ১৮:০২

ভারতে অনুপ্রবেশকালে ৩ রোহিঙ্গা তরুণী আটক
আটক ৩ রোহিঙ্গা তরুণী। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই সীমান্ত দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে অনুপ্রবেশকালে ৩ রোহিঙ্গা তরুণীকে আটক করেছে বিজিবি।

শুক্রবার সকাল ৯টার দিকে ধলই চা-বাগানের ২৪নং প্লান্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- উখিয়া ১৪নং ক্যাম্পের ব্লক বি-১-এর বাসিন্দা সৈয়দুল আমিনের মেয়ে মিনারা বেগম (২০), ইকবাল আহমদের মেয়ে করমিনা বেগম (২০) ও নুর আলমের মেয়ে হামিমা বেগম (২০)।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে তিন তরুণীসহ সাতজন রোহিঙ্গা ধলই চা-বাগান এলাকার সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করতে গেলে বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে ৩ তরুণীকে আটক করে। এ সময় তাদের সঙ্গে থাকা চারজন পুরুষ ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফের সদস্যরা তাদেরও আটক করে।

পরে আটক তিন রোহিঙ্গাকে কমলগঞ্জ থানায় সোপর্দ করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে বৃহস্পতিবার মৌলভীবাজার এসেছেন। শুক্রবার সকালে ধলই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে চেয়েছিলেন তারা।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, আটকদের উখিয়া ক্যাম্পে পাঠানো হবে। বিএসএফের হাতে চারজন আটক হয়েছেন। স্থানীয় কোনো দালাল চক্র এ পাচারে জড়িত কি না, তা খতিয়ে দেখা হবে।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত